সালমান রহমানের গুলশানের বাড়ি এখন ধ্বংসস্তূপ

বিডি নিউজ ২৪ গুলশান থানা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ২০:২৬

ঢাকার কূটনৈতিক পাড়া খ্যাত গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটিতে এখন আর নাম ও নম্বর ফলক নেই। সীমানা দেয়ালের প্রধান ফটক ভাঙাচোরা। প্রবেশ করতে চাইলে নিয়ম মাফিক বাধা নেই নিরাপত্তা প্রহরীর।


ফটকের ফাঁক গলে ভেতরে ঢুকতেই চোখে পড়বে দুটি পুড়ে যাওয়া গাড়ির ‘কঙ্কাল’। বাসায় অতি যতনে থাকা পারিবারিক কিছু ছবি ছাইয়ের মধ্যে ছড়িয়ে আছে প্রাঙ্গণজুড়ে। এসব দেখে বোঝার বাকি নেই, আগুন দেওয়াসহ ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালানো হয়েছে অভিজাত এলাকার এই বাড়িটিতে।


গুলশানের তিনতলা এই বাড়িটি দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও গত জানুয়ারির নির্বাচনে ঢাকা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমানের।


মাত্র তিনদিন আগেও ঝা চকচকে প্রাণোচ্ছ্বল এই বাড়িজুড়ে এখন শুধুই নীরবতা আর পোড়া গন্ধ।



সোমবার শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর পরই বাড়িটিতে ঢুকে লুটপাট চালানো হতে থাকে। যার যেটা খুশি নিয়ে যাচ্ছিলেন, এর ভিডিও চিত্রও ছড়িয়েছে, যেখানে এক নারীকে বলতে শোনা যায়, “ভিডিও করছেন কেন, সবাই তো নিচ্ছে, আমরাও নিচ্ছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও