মোবাইল দ্রুত রিস্টার্ট করবেন যেভাবে
আপনার মোবাইল ফোন হ্যাং হলে দ্রুত কীভাবে রিস্টার্ট করবেন, তা কি আপনার জানা আছে? আপনি তো সারাক্ষণই স্মার্টফোন ব্যবহার করছেন। কিছু দিন ব্যবহারের পর দেখা যায় নানান কারণে আপনার ফোন হ্যাং যাচ্ছে। গতি কমে যাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়। এ ছাড়া হতে পারে যে কোনো সময় হ্যাকররা আপনার ফোন হ্যাক করে দিচ্ছেন। তবে এসব সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন।
আপনি ফোন রিস্টার্ট করে এসব সমস্যার সমাধান করে নিন। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বলছে, আপনার অজান্তেই সব নিরাপত্তা বাইপাস করে পরিচালনা করছে ক্ষতিকর সফটওয়্যার। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে তার একটি উপায় আছে।
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি পরামর্শ দিচ্ছে— সপ্তাহে অন্তত কিছু দিন ফোন রিস্টার্ট করা উচিত। এর ফলে যে ভাইরাস রয়েছে বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে তা বন্ধ হয়ে যাবে। কাজেই হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে কীভাবে বাঁচবেন আপনি। যদিও শুধু রিস্টার্ট করলেই হবে না, তার সঙ্গে আরও কিছু বিষয় মেনে চলতে হবে।