সিনেমা হলে হামলা, ক্ষোভ জানালেন নির্মাতারা
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের খবর পেয়েই উচ্ছ্বাসে মেতে ওঠে দেশবাসী। এই সুযোগে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালাচ্ছে দুর্বৃত্তরা। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সংগীতশিল্পী রাহুল আনন্দের বাড়ি। হামলা চালানো হয়েছে সিনেমা হলেও। দেশের দুই সিনেপ্লেক্স—রাজশাহীর বঙ্গবন্ধু হাই-টেক পার্কের স্টার সিনেপ্লেক্স ও সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে ভাঙচুর করা হয়েছে। স্টার সিনেপ্লেক্সের হামলায় কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা জানা না গেলেও রুটস সিনেক্লাবের কর্ণধার সামিনা ইসলাম জানান, তাঁদের ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
হামলার ঘটনার কথা জানিয়ে সামিনা ইসলাম বলেন, ‘৫ আগস্ট রাতে একদল মানুষ এসে প্রথমে ঢিল মারা শুরু করে। একসময় গেট ভেঙে তারা ভেতরে এসে লুট করে এবং ভাঙচুর করে। সবকিছু নিয়ে গেছে। যেই জিনিসগুলো নিতে পারেনি, তা ভেঙে দিয়েছে। সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়ে গেল। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠব বলতে পারছি না।’