ভেলায় চেপে চার হাজার ৩০০ মাইলের ভ্রমণ শেষ করেন থর হেয়ারডাল

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৬

ভেলায় চেপে সাগর পাড়ি দেওয়ার কথা চিন্তা করলেই নিশ্চয় আপনার রোম দাঁড়িয়ে যাবে। কিন্তু নরওয়ের নৃবিজ্ঞানী থর হেয়ারডাল এবং তাঁর পাঁচ সঙ্গী সাগরের চার হাজার ৩০০ মাইল পাড়ি দিয়েছেন একটি কাঠ-বাঁশের তৈরি ভেলায় চেপে। ইতিহাসের এই দিনে অর্থাৎ ১৯৪৭ সালের ৭ আগস্ট তাঁদের ১০১ দিনের এ ভ্রমণ সমাপ্ত হয়। 


থর হেয়ারডাল এবং তাঁর সঙ্গীদের যাত্রা শুরু হয় পেরু থেকে, আর শেষ হয় তাহিতির কাছে তুয়ামতু দ্বীপপুঞ্জের রারোয়া থেকে। তাঁদের সেই বিখ্যাত ভেলাটির নাম দিয়েছিলেন কন-টিকি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও