প্রতিশোধের সময় এটা নয়: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ১১:৪৭

প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ এবং সহিংসতায় হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।


দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “আমরা সব পক্ষকে সংযত এবং শান্ত হওয়ার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। প্রতিশোধ নেওয়ার সময় এটা নয়।”


তীব্র গণ আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় সংখ্যালঘুদের ঘর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। চলমান এই সহিংসতায় গত দুই দিনে প্রায় দেড়শ মানুষের মৃত্যু খবর এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও