লুটপাটের আশঙ্কায় দীর্ঘ সময় দোকান বন্ধ ছিল

প্রথম আলো প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ১০:৫৯

সহিংসতা ও লুটপাটের আশঙ্কায় গতকাল মঙ্গলবার রাজধানীর অনেক স্থানেই দিনের দীর্ঘসময় ধরে দোকানপাট বন্ধ ছিল। খুচরা বিক্রেতারা জানান, গত সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ কারণে তাঁরাও এক ধরনের ভয়ের মধ্যে ছিলেন।


ছাত্র–জনতার আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন শেখ হাসিনা। সেই পদত্যাগ উদ্‌যাপনে রাজপথে মানুষের ঢল নামে। কিন্তু বিকেল থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা ও লুটপাট শুরু হয়। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে বেশির ভাগ এলাকায় গতকাল দুপুর পর্যন্ত উল্লেখযোগ্যসংখ্যক দোকানপাট বন্ধ ছিল। বিকেলের পর থেকে ধীরে ধীরে দোকান খুলতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও