
লালমনিরহাটে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাড়িতে ৬ লাশ
লালমনিরহাটে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে পুড়ে যাওয়া ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসা থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান জেলা।
মরদেহগুলোর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।