You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের আগে আইসিসির ‘নিবিড় পর্যবেক্ষণে’ বাংলাদেশের পরিস্থিতি

একমাসের বেশি সময়ের আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সাধারণ জনতা ও ছাত্রদের সম্মিলিত বিক্ষোভের মুখে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে গিয়েছেন সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী। তুমুল গণ-আন্দোলনের মুখে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। 

এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে ঢাকাসহ পুরো দেশে অস্থির অবস্থার কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন সরিয়ে নেয়ার ভাবনা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঢাকা ও সিলেটের দুই ভেন্যুতে ১০ দলের এই বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। 

বর্তমান পরিস্থিতির কারণে আইসিসিকে যদি বাধ্য হয়ে বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হয়, সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের বিশ্বস্ত সুত্র ইএসপিএনক্রিকইনফো। সংক্ষিপ্ত বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন