যাত্রাবাড়ি থানা ঘিরে রেখেছে আন্দোলনকারীরা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ জনগণ গণভবন এবং সংসদ ভবনে ঢুকে পড়েন। ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর যাত্রাবাড়ি থানায় এলায় অনেক হত্যা-নৈরাজ্য হয়েছে। সেই প্রতিশোধ নিতেই সাধারণ জনগণ বিকেল চারটার পর যাত্রাবাড়ি থানা ঘেরাও করে রাখে। এতে করে থানায় থাকা পুলিশ সদস্যরা আটকে পড়েন।