You have reached your daily news limit

Please log in to continue


ব্যায়াম করার পর সযত্নে গুটিয়ে রাখা ম্যাটটিও রোগ ছড়াতে পারে!

নানা রকমের ব্যায়াম, প্রাণায়াম এবং সব শেষে মিনিট দুয়েক শবাসন। এই হলো প্রতিদিনের সকালের রুটিন। তারপর অফিসের তাড়া। যোগাসন করার পর ম্যাট গুটিয়ে ‘রোল’ করতে করতেই ছকে নিতে হয় সারা দিনের পরিকল্পনা। কোনোদিনই আলাদা করে ম্যাট রোদে দেওয়া বা পানি দিয়ে ধোয়ার কথা মনে হয় না। শরীরচর্চা করার পর ম্যাট না গুটিয়ে নিদেনপক্ষে পাখার তলায় খুলে রাখলেও হয়। কিন্তু সে সময় নেই।

দিনের পর দিন এভাবে রেখে দিলে ম্যাট থেকে দুর্গন্ধ ছড়ানো অস্বাভাবিক নয়। তবে চিকিৎসকেরা বলছেন, দুর্গন্ধ তো বটেই, চিন্তা বেশি ত্বকের রোগ নিয়ে।

ম্যাটের ওপর জমে থাকা ঘাম, ধুলো-ময়লা থেকে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের জন্ম হয়। যেগুলো খালি চোখে দেখা যায় না। দিনের পর দিন ওই ম্যাট ব্যবহার করলে সেখান থেকে ত্বকে সংক্রমণ হতেই পারে। তাই নিয়মিত এই ম্যাটটি পরিষ্কার করা প্রয়োজন। সেজন্য যে খুব বেশি ঝক্কি পোহাতে হয়, এমন নয়। বাড়িতে তৈরি বিশেষ মিশ্রণ দিয়েও ম্যাট পরিষ্কার করা যায়। কীভাবে সেই মিশ্রণ তৈরি করতে হয়, জেনে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন