You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় আসতে না পারলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাবি: আন্দোলনরতদের ওপর দায় চাপাতে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাই কাল লংমার্চে ঢাকায় আসতে না পারলে বিভিন্ন জেলায় ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়োছে তারা।

রোববার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই।  

আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা এবং পরিকল্পনা চলছে। এত রক্ত ঝরা পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া দেওয়া যাবে না। আর আগামীকাল চলে আসুন ঢাকায়, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন