লাইভ: অসহযোগ আন্দোলনে হামলা-সংঘর্ষ-গুলি, নিহত ১০৪

প্রথম আলো প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ১১:৫১

আপডেট—রবিবার দিবাগত রাত ২টা ০৭ মিনিট


৪ আগস্ট রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ আন্দোলনকে ঘিরে দিনব্যাপী দেশজুড়ে হামলা, সংঘাত, গুলি, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে পুলিশ, ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছে।


বাংলাদেশের গণামধ্যমগুলো যাচাই করে (প্রতিটি সংবাদের সূত্র লিঙ্কসহ নিচে রয়েছে) এখন পর্যন্ত সিরাজগঞ্জে ২২ জন, লক্ষ্মীপুরে ১০ জন, সিলেটে ৫ জন, নরসিংদীতে ৬ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৫ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, কুমিল্লায় ৩ জন, শেরপুরে ৩ জন, বরিশালে ১ জন, ভোলায় ৩ জন, কিশোরগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১ জন, ফেনীতে ৮ জন, জয়পুরহাটে ১ জন, রংপুরে ৪ জন, গাজীপুরে ১ জন, কক্সবাজারে ১ জন, রাজধানী ঢাকায় ১৩ জন (উত্তরায় ২ জন, জিগাতলায় ২ জন, মিরপুরে ১ জন, গুলিস্তানে ১ জন, কারওয়ানবাজারে ১ জন, ফার্মগেটে ১ জন, যাত্রাবাড়ীতে ৩ জন, শাহবাগে ১ জন, অজ্ঞাতনামা ১ জন), সাভারে ১ জন ও কেরাণীগঞ্জে ১ জনসহ ১০৪ জন নিহত হয়েছেন।


কক্সবাজারে গুলি তরুণ নিহত (প্রথম আলো)


আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়া হয়। তখন এক তরুণের বুকে গুলি লাগে। নিহত ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি।


শেরপুরে সংঘর্ষে নিহত ৩ (কালবেলা)


শেরপুরে আন্দোলনকারীদের ওপর জেলা প্রশাসনের গাড়ি উঠিয়ে দিলে তিনজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক আন্দোলনকারী।


গাজীপুরের শ্রীপুরে নিহত ১ (প্রথম আলো)


গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একজন নিহত হয়েছেন। রোববার রাত ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. তোফাজ্জল হোসেন (২২)। 


কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫ (কালবেলা)


কিশোরগঞ্জে বিক্ষোভকারী, পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী অঞ্জনা আক্তার (৩৪), একই এলাকার মতিউর রহমানের ছেলে জুলকার মিয়া (৩৫), বাজিতপুর উপজেলার দিঘিরপাড় এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল কদ্দুস (৩৪), কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ের ব্যবসায়ী করিমগঞ্জ উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৫০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইলের ইবাদ আলীর ছেলে যুবলীগ নেতা মবিন মিয়া (৩৪)।


১৪ পুলিশ সদস্য নিহত


সারা দেশে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন নিহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিহত হয়েছেন একজন।


নরসিংদীতে নিহত ৬, সবাই আওয়ামী লীগের নেতাকর্মী (কালের কণ্ঠ)


নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যানসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বা সমর্থক বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নেতাকর্মীরা।


সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, নিহত ৯ (দেশ রূপান্তর)


একদফা আন্দোলনে নামা শিক্ষার্থী-জনতা এবং ক্ষমতাসীন দলের নেতা–কর্মী ও পুলিশের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে রায়গঞ্জ উপজেলায় মারা গেছেন অন্তত ৬ জন, সিরাজগঞ্জ শহরে মারা গেছেন ৩ জন। রায়গঞ্জে মৃতের সংখ্যা বাড়তে পারে।


লক্ষ্মীপুরে সংঘর্ষে যুবলীগের ৬ জনসহ নিহত ১০ (বিডিনিউজ২৪)


লক্ষ্মীপুরে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। নিহতদের মধ্যে চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থী এবং ছয়জন যুবলীগের নেতাকর্মী বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


কুমিল্লায় সহিংসতায় নিহত বেড়ে ৩ (আজকের পত্রিকা)


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। এর আগে আব্দুর রাজ্জাক রুবেল নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়াও দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্য এরশাদ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।


৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা (জাগো নিউজ)


আগামীকাল সোমবার, মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।


সিলেটে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, নিহত বেড়ে ৫ (বিডিনিউজ২৪)


নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও শিলঘাটের সানি আহমেদ (১৮)। ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম নিহত হয়েছেন। এ ছাড়া মিনহাজ (২২) এবং গাউস (৪০) নামে দুজনের গুলিবিদ্ধ মরদেহ মর্গে রয়েছে।


বগুড়ায় নিহত বেড়ে ৫ (যুগান্তর)


দফায় দফায় সংঘর্ষে থানা ও পুলিশের ওপর হামলার সময় গুলিতে সদরে চারজন ও দুপচাঁচিয়ায় একজন নিহত হয়েছেন।


জয়পুরহাটে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগ-পুলিশ সংঘর্ষে নিহত ১ (ডেইলি স্টার)


জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মেহেদী হাসান। 


এ ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।


ফেনীতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে নির্বিচার গুলি, নিহত ৮ (ঢাকা পোস্ট)


ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) হামলায় ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকসহ আহত হয়েছেন দেড় শতাধিক ব্যক্তি।



উত্তরার আজমপুরে সংঘর্ষের একপর্যায়ে এভাবে দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ছবি: প্রথম আলো


হবিগঞ্জে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত শতাধিক (কালের কণ্ঠ)


হবিগঞ্জ শহরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া হামলা ও সংঘর্ষে আহত হয়েছে আরো শতাধিক। নিহত রিপন শীল (২৭) হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতনশীলের ছেলে।


শাহবাগে অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের (ঢাকা পোস্ট)


রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরে শাহবাগের পুরো নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা। শাহবাগ এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। গণজাগরণ মঞ্চের ন্যায় শাহবাগে অবস্থান করে থাকার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।


সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে তৈরি করা হয়েছে মঞ্চ। সেই মঞ্চ ঘিরে চারদিকে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ঢাকা ক্লাব, টিএসসি, জাতীয় জাদুঘর, কাঁটাবন, বিএসএমএমইউ এর সামনের অংশে অবস্থান নিয়ে পুরো নিয়ন্ত্রণে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। 


মুন্সিগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ৩, আহত অর্ধশতাধিক (প্রথম আলো)


রোববার আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক। সকাল পৌনে ১০টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিকেল তিনটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল। গুলি, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মুন্সিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে।


নিহতরা হলেন শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত কাজী মতিন ফরাজীর ছেলে রিয়াজুল ফরাজী (৩৮), একই এলাকার মো. সজল (৩০) এবং হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মেহেদী হাসান। তাঁদের মধ্যে রিয়াজুল ও  সজল ঘটনাস্থলে এবং হাসপাতাল নেওয়ার সময় মেহেদী হাসান মারা যান বলে জানান তাঁর স্বজনেরা।


বরিশালে সংঘর্ষে নিহত ১ (ঢাকা পোস্ট)


বরিশালে টুটুল চৌধুরী নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এএসএম সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।


রাজধানীতে নিহত ১৩


প্রথম আলো জানিয়েছে রাজধানীতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে আজকের পত্রিকাকালের কণ্ঠ আরও দুজনের মৃত্যুর খবর দিয়েছে।


তাদের মধ্যে উত্তরায় সংঘর্ষে নিহত হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আনোয়ারুল ইসলাম। 


জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকী (২৩) নিহত হন। জিগাতলায় আরেক কিশোরের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যার পরিচয় জানা যায়নি।


কারওয়ানবাজার এলাকায় সংঘর্ষে রমিজ উদ্দিন রূপ (২৪) নামের বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।


সকালে শাহবাগে সেলিম (৪০) নামের এক ব্যক্তি আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের লাশ নেওয়া হয়েছে, যার নাম-পরিচয় জানা যায়নি।


বিকেলে ফার্মগেট এলাকায় সংঘর্ষের মধ্যে আহত হয়ে তৌহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


বিকেলে গুলিস্তান থেকে জহির উদ্দীন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন ডাক্তার।


সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকা থেকে রেজাউল করিম নামের এক কিশোরের মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কয়েকজন। যাত্রাবাড়ী এলাকায় রিয়াজুল নামের ৩৫ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সন্ধ্যার পর ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে জুয়েল (২৮) নামে এক যুবকের মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কয়েকজন পথচারী।


উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এতে আন্দোলনকারীদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারীদের লক্ষ্য করে ছাত্রলীগের নেতা-কর্মীরা গুলি করেছে। তাদের সঙ্গে ক্ষমতাসীন দলের অন্যান্য নেতা-কর্মীরাও রয়েছে। ছাত্রলীগের ছোড়া গুলিতে ওই যুবক নিহত হয়েছে।’ 


মিরপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে মিরাজ হোসেন (২২) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে মিরপুর ১০ গোল চত্তরে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত দুই শতাধিক আহত হয়েছেন।


কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন, নিহত ১ (প্রথম আলো)


কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দিলে ভেতর আটকা পড়ে আওয়ামী লীগ কর্মী মো. ইফতি (৩২) নামের একজন নিহত ও প্রায় ১৫ জন আহত হন।


সাভারে বিভিন্নস্থানে আগুন, নিহত যুবক (বিডিনিউজ২৪)


সাভারে আন্দোলনকারীদের সঙ্গে সংষর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।


নতুন কর্মসূচি ঘোষণা (ঢাকা পোস্ট)


অসহযোগ আন্দোলনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।


যেখানে আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারা দেশে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া শাহবাগে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।


তার পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। যেটিকে লংমার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে।


কুমিল্লায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সংঘর্ষে যুবক নিহত (আজকের পত্রিকা)


কুমিল্লার দেবিদ্বার সদরের নিউমার্কেট এলাকায় সংঘর্ষে প্রাণ হারান আব্দুর রাজ্জাক রুবেল। তিনি দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। 


সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর (জাগোনিউজ)


আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন।


পাবনায় আ.লীগ নেতার গুলিতে ৩ শিক্ষার্থী নিহত (ঢাকা পোস্ট)


রোববার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তত্ত্বাবধানে সহস্রাধিক শিক্ষার্থীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে অতর্কিত গুলি বর্ষণ করা করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী জাহিদু ইসলাম (১৯), মাহবুুবুল হোসেন (১৬), ফাহিম (১৭) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। 


সিলেটে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ চলছে (প্রথম আলো)


সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে নগরের কোর্টপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।


শাহবাগে আন্দোলনকারীদের ওপর আ. লীগের হামলা, গুলিবিদ্ধ অন্তত ৩ (ডেইলি স্টার)


রাজধানীর শাহবাগ এলাকায় এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় আহত অন্তত ছয়জন বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অন্তত তিনজন গুলিবিদ্ধ।


ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে: আইএসপিএবি সভাপতি (প্রথম আলো)


মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।


বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ (আজকের পত্রিকা)


বগুড়ায় অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। পুলিশের টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্রে পরিণত হয় শহরের সাতমাথা এলাকা। সংঘর্ষে জেলার বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন।


নিহতরা হলেন– বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৪০), অপর একজন অজ্ঞাত (৬০) ও ছিল্লুর রহমান (৪০) পরে হাসপাতালে মারা যান। তিনি গাবতলী পৌর শ্রমিক দলের সভাপতি।


রংপুরে সংঘর্ষে কাউন্সিলরসহ নিহত ৪, আহত অর্ধশতাধিক (যুগান্তর)


ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও পশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় হারাসহ চারজন নিহত হয়েছেন।


ভোলায় সংঘর্ষে নিহত ৩, আওয়ামী লীগ কার্যালয়সহ নানা স্থাপনায় ভাঙচুর-আগুন (প্রথম আলো)


বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে আজ রোববার তিনজন নিহত হয়েছেন।


বিএনপির দাবি, তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি, তাঁদের এক যুবলীগ কর্মীকে বিক্ষোভকারীরা পিটিয়ে হত্যা করেছে।


মাগুরায় আন্দোলনকারী-আ.লীগের সংঘর্ষ, নিহত ৪ (আজকের পত্রিকা)


সংঘর্ষে মেহেদী হাসান রাব্বী নামে একজনসহ চারজন মারা গেছেন। রাব্বী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। অপর তিনজন শিক্ষার্থী হলেন ফরহাদ হোসেন ও সুমন শেখ, আহাদ মোল্লা। গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক।


মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ফেসবুক–হোয়াটসঅ্যাপও বন্ধ


মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে।


সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ২০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি (ডেইলি স্টার)


চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।


উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষ চলছে (প্রথম আলো)


রাজধানী উত্তরার আজমপুরে বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।


চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ছাত্রলীগ–যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে (প্রথম আলো)


চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বিক্ষোভকারী–পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সিটি কলেজের দিক থেকে হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এরপর বেলা ১২টার দিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত আট জন আহত হন বলে খবর পাওয়া গেছে।


গুলি না চালানোর রিট খারিজ


আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। আদালত বলেছে, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে। পুলিশকেও আইনের নির্দেশনা মানতে হবে।


ইস্ট ওয়েস্টের সামনে আন্দোলনকারীদের অবস্থান (জাগোনিউজ২৪)


শিক্ষার্থীদের ১ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এখানে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে। অন্যদিকে বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায়।


পরিবাগে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে আগুন


রাজধানীর পরিবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামানের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।


ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন (প্রথম আলো)


ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে। রোববার বেলা ১১টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হয়। হামলার মুখে ওই কার্যালয়ের সামনে অবস্থানকারী আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধরা সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের ভবন দখল করে বানানো জেলা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।


খুলনায় আ. লীগ কার্যালয়ে আগুন, শহরের গুরুত্বপূর্ণ মোড় আন্দোলনকারীদের দখলে (ডেইলি স্টার)


খুলনায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীরা এই আগুন দেয়।


শাহবাগে বিপুলসংখ্যক বিক্ষোভকারীর অবস্থান, মিছিল আরও আসছে (প্রথম আলো)


রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে হাজার বিক্ষোভকারী ছিলেন। আরও মিছিল আসছিল। তাঁরা সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন।


মুন্সীগঞ্জে নিহত ২, আহত অন্তত ২০ (ডেইলি স্টার)


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মুন্সীগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।


নিহত দুইজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।


গণভবনে চলছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক (জাগোনিউজ২৪)


কমিটির আহ্বায়ক খোদ প্রধানমন্ত্রী। মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই-এর প্রধানসহ এ কমিটির মোটা সদস্য ২৯ জন।


আন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু মেডিকেলে হামলা (বিডিনিউজ২৪.কম)


সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে জড়ো হওয়া আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে।


চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আবারও অবস্থান আন্দোলনকারীদের (আজকের পত্রিকা)


চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আবারও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকে নিউমার্কেটে মোড়ে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা। তাঁদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। 


‘দেখামাত্র গুলির নির্দেশ’ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: কামাল হোসেন (ডেইলি স্টার)


গণফোরাম-এর প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে 'দেখামাত্র গুলির নির্দেশ' দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাড়ছে নেতাকর্মীর উপস্থিতি (যুগান্তর)


দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতির মধ্যে ঢাকাসহ সব জেলা-মহানগর ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এসব কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। তবে দল কিংবা সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নি।


একই জায়গায় আ. লীগ ও ছাত্র আন্দোলনের কর্মসূচি, চট্টগ্রামে উত্তেজনা (ডেইলি স্টার)


বন্দরনগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করায় চট্টগ্রামে উত্তেজনা বিরাজ করছে।


দেখুন লাইভ যমুনা টিভি



সব জেলা-মহানগরে আ.লীগের জমায়েত আজ (যুগান্তর)


দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার ঢাকাসহ দেশের সব জেলা-মহানগরে দলীয় নেতাকর্মীদের জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বাত্মক অসহযোগ চলছে, প্রভাব রাজধানীর সড়কে (প্রথম আলো)


এক দফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত এ কর্মসূচির প্রভাব রাজধানীর সড়কে দেখা গেছে। তবে স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন। যানবাহনের মধ্য রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা বেশি দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও