You have reached your daily news limit

Please log in to continue


রাফসানের সঙ্গে এমন আচরণ উচিত হয়নি: সালমান মুক্তাদির

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতা নিহতের প্রতিবাদসহ একদফা দাবি আদায়ে গতকাল সারা দেশে ব্যাপক বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ঢাকার শহিদ মিনার শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হন তারকা শিল্পী, ইনফ্লুয়েন্সার, ইউটিউবারসহ প্রায় নানা পেশার সর্বস্তরের মানুষ।  

কিন্তু সেখানে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত ইউটিউবার ‘রাফসান দ্য ছোটভাই’। রাফসানের সঙ্গে এমন আচরণ উচিত হয়নি বলেছেন অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির। বিভক্তির পথে না গিয়ে ভেদাভেদ ভুলে এক থাকার বার্তা দিয়েছেন তিনি।

রোববার এক ফেসবুক পোস্টে সালমান বলেন, ‘একটা যুদ্ধ জেতার আগেই যদি সবার প্রাইড, এগো আর এগ্রোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাইলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংসও খেয়ে ফেলব আমরা। রাফসানকে যদি সুন্দর করে বলা যেত, যে কত আশা ওর ওপর মানুষের, রাফসান কী অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করত না?’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন