পুঁজিবাজারে অনিশ্চয়তার ঝড়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ১০:৩৬
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের গতি এখন ভিন্নমাত্রায় গড়িয়েছে। কী হবে, কী হতে যাচ্ছে—এমন অনিশ্চয়তার দোলাচলে রয়েছে দেশের সার্বিক পরিবেশ-পরিস্থিতি। যার প্রভাব লক্ষ করা যাচ্ছে পুঁজিবাজারে। বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের লেনদেনে বড় দরপতনের ঘটনা ঘটেছে।
একটি ছাড়া সব খাতেই ঋণাত্মক রিটার্ন দেখেছেন বিনিয়োগকারীরা। এতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা বেশ সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেকেই এখন নতুন বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে বিরতই থাকছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পুঁজিবাজার
- দরপতন