শিশুদের হাতকড়া-রিমান্ড: আইনে নেই, তবু কেন ঘটছে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ০৯:১৬
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হতাহতের বিষয়ে বিভিন্ন মামলায় শিশু-কিশোরদের গ্রেপ্তার, হাতকড়া পরানো ও বিমান্ডের ঘটনাগুলোকে আইনের শাসনের পরিপন্থি কর্মকাণ্ড হিসেবে দেখছেন বিশেষজ্ঞ আইনজীবী ও মানবাধিকারকর্মীরা।
তারা বলছেন, একটি শিশু রিমান্ড শব্দ জানে ‘নেতিবাচক’ হিসেবে। রিমান্ডের যে চিত্র তাদের চোখের ভেসে ওঠে সেটি নির্যাতনের। যেসব শিশু রিমান্ডের মুখোমুখি হবে, তাদের এই দুঃসহ স্মৃতি সারা জীবন বয়ে বেড়াতে হবে, মানসিক ভারসাম্যহীনও হয়ে পড়তে পারে তারা।
এসব বিভীষিকা থেকে সুরক্ষাকবচ হিসেবে দেশে আলাদা শিশু আইন রয়েছে। শিশুদের গ্রেপ্তার, বিচার, জামিন, রিমান্ড ও দণ্ড দেওয়ার বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে সংবেদনশীল আচরণ দেখানোর বিষয়গুলো এই আইনে বিধিবদ্ধ করা হয়েছে। জাতিসংঘ শিশু অধিকার সনদেও এসব বিষয় রয়েছে, যেখানে স্বাক্ষর করেছে বাংলাদেশ।