অসহযোগ আন্দোলনে সমর্থন দিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার ফেসবুক পোস্ট
প্রথম আলো
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ২০:০৩
দেশব্যাপী আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে সমর্থন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মতামত তুলে ধরেছেন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চেয়েও ব্যাংক খাতের দুরবস্থার বিষয়টি তুলে ধরেছেন আরেকটি মন্তব্যে।
নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। তিনি কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত এবং একটি প্রকল্পের পরিচালক।
প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে এই মন্তব্য করেছি। বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আমি যা লিখেছি, সেই সিদ্ধান্তে বহাল আছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে