রেমিটেন্স আনা ফ্রিল্যান্সাররা কেন অসহায় বোধ করছেন
সম্প্রতি এক সপ্তাহেরও বেশি ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সাররা। কেননা এ খাতের পুরো কাজ ইন্টারনেটনির্ভর। কয়েক দিন ইন্টারনেট না থাকায় সারাদেশের ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে গ্রাহক বা বায়ারের পাঠানো বার্তার উত্তর দিতে পারেননি। আবার কারো কারো কাজ জমা দেওয়ার সময় পেরিয়ে হয়ে গেছে।
গত শুক্রবার সারা দেশের প্রায় ৫০ জন ফ্রিল্যান্সারের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের প্রায় সবারই কথা এরকম, আমাদের কথা কাকে বলবো, কে শুনবে? আমাদের ক্ষতিটা আমরা বোঝাতে পারছি না। আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের কাজগুলো অন্য দেশে চলে যাচ্ছে। যে কাজগুলো করে আমরা দেশে বৈদেশিক মুদ্রা (রেমিটেন্স) আনতাম। ইন্টারনেট বন্ধ করে রাখা বা গতি কমিয়ে দেওয়া কোনো সমাধান হতে পারে না। এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।