মৃত স্বজনদের সঙ্গে কথা বলা যায় যে টেলিফোন বুথে!
স্বজন হারানোর শোক মানুষ পুরো জীবন বয়ে বেড়ায়। অনেক সময় শোক কাটিয়ে উঠতে পারলেও তাদের স্মৃতি ভোলা যায় না। তবে জাপানে এমন একটি টেলিফোন বুথ আছে যেখান থেকে নাকি মৃত স্বজনদের সঙ্গে কথা বলা যায়।
জাপানের টোকিও শহর থেকে দূরে এক পাহাড়ে এই বুথটি তৈরি করেন ইতারু সাসাকি নামে একজন ব্যক্তি। তিনি তার এক নিকটাত্মীয়ের মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিলেন। তার শোক কাটিয়ে উঠতে দূরে এই পাহাড়ে এসে বসে থাকতেন। তিনি এই বুথটা তৈরি করেন এবং সেখান থেকে তার সেই আত্মীয়কে মিছেমিছি ফোন করেন, মনের কথা বলেন। এভাবে কিছুটা স্বস্তিবোধ করতেন তিনি।
- ট্যাগ:
- জটিল
- কথা বলা
- মৃত ব্যক্তি