মাউস কার্সর নড়ে না? জেনে নিন ঠিক করার উপায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ১৬:৫৯
অনেক সময়ই পিসি বা ল্যাপটপের মাউস আটকে যেতে পারে স্ক্রিনের ওপরে। মাউস পয়েন্টার আটকে যাওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে। উদাহরণ হিসেবে, হয়তো মাউসটি ‘স্লিপ মোড’ -এ গেছে এবং কিবোর্ডের কয়েকটি বোতাম চাপলেই ঠিক হয়ে যাবে।
পিসি ব্যবহারকারীদের কথ্য ভাষায় একে অনেক সময় বলা হয় ‘হ্যাং হয়ে যাওয়া’। তবে, সমস্যা যদি এর থেকেও জটিল হয়, তখন কী করবেন?
এমন পরিস্থিতির বেশ কিছু কারণ ও প্রতিকার রয়েছে বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।