আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় ৩২ জনের বেশি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন বলে শনিবার দেশটির পুলিশ জানিয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন, হামলায় ৩২ জনের বেশি বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে সমুদ্র সৈকতে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। পরে হতাহতদের সংখ্যার হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তিনি।