![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2024/08/03/image-833520-1722677812.jpg)
ভারত না এলে হইচইয়ের কোনো কারণ দেখছেন না মুশতাক
যুগান্তর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ১৬:০৫
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। যেই আয়োজনে এখন বড় বাধা ভারত। সবশেষ এশিয়া কাপের মতো নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চায় তারা। পা রাখতে চায় না পাকিস্তানের মাটিতে। যা নিয়ে গত কিছুদিন ধরেই চলছে আলোচনা। এবার এই ইস্যুতে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। তার মতে, ভারত না আসলেও এটা নিয়ে হইচইয়ের কিছু নেই।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশতাক বলেন, ‘এটা সহজ। ভারত যদি আসতে চায়, তারা আসতে পারে। যদি তারা আসতে না চায়, তাতে কিছু যায় আসে না। এটা নিয়ে হইচই করার কোনো মানে নেই। এতে কোনো পক্ষেরই ভালো বা খারাপ হবে না। এটি আইসিসির ইভেন্ট। তারা এই বিষয়টি দেখবে, যেমনটি তাদের দেখা উচিতও।’