টাকার অভাবে তাইওয়ান যেতে পারেনি হকি দল, এবার লক্ষ্য জার্মানি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ১৪:৩০
জুলাইয়ের শেষ সপ্তাহে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে জাতীয় হকি দলের তাইওয়ান যাওয়ার কথা ছিল। যাওয়া হয়নি। কারণ, অর্থ সংকটে ভুগছে হকি ফেডারেশন। যে কারণে ক্যাম্প শুরুর আগেই বাতিল করা হয় তাইওয়ান সফর।
টাকার অভাবে তাইওয়ানে হকি দল পাঠানো না গেলেও এবার ফেডারেশনের চোখ জার্মানিতে। উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে হকি দলকে দুই মাসের জন্য (২১ আগস্ট থেকে ২১ অক্টোবর) জার্মানি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। যদিও তারা এখনো এই সফরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।