‘অচেনা শহরে’, পাবলিক বাসে, কারফিউর আগে-পরে

প্রথম আলো আলতাফ পারভেজ প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ১২:০৭

প্রায় বুড়ো বয়সেও প্রায় প্রতিদিন পাবলিক বাসে চড়ি। চড়তে হয়। সেই কবে শৈশবে ঢাকায় এসে এ জীবনে ঢুকেছি। শ্রেণি উত্তরণ হয়নি! নিত্যকার এ চলাচল ক্লান্তিকর, বিরক্তিকর, কিন্তু নিম্নবিত্ত জীবনে বিকল্প কী আছে আর।


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাবলিক বাসের সংখ্যা ও ভিড়—দুটিই বেড়েছে রাজধানীতে। ভাড়াও বেড়েছে হু হু করে। মনে পড়ে, মতিঝিল থেকে মহাখালী কলেজে দেড় টাকায় যাওয়া যেত। শিক্ষার্থী হিসেবে ৭৫ পয়সা দিলেও হতো। এখন এসব গল্পের মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও