You have reached your daily news limit

Please log in to continue


গভীর চিন্তা ও উপলব্ধির অভাবের পরিণতি

শোকাবহ মাস আগস্টের পাদপ্রান্তে দাঁড়িয়ে রক্তাক্ত ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে বেদনাহত চিত্তে স্মরণ করছি। সেই থেকে বাংলাদেশে যা কিছু ঘটে গেছে বা ঘটে চলছে, তা রাষ্ট্র, সমাজ, মানুষের জীবনবোধ ও সামগ্রিকতার ওপর যেসব অভিঘাত সৃষ্টি করেছে, তা আমরা যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ যাঁদের হারিয়ে আমরা রাজনৈতিক নেতৃত্বের শূন্যতায় পড়েছি, আগস্ট মাস এলেই তাঁদের জন্য আমরা ভারাক্রান্ত হয়ে পড়ি। আমরা যাঁদের নেতৃত্বে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাঁদের হত্যা করে কী অর্জন করেছি, আর কী হারিয়েছি—মৌলিক এ দুই প্রশ্নের মুখোমুখি আমরা কজনই বা হই? যদি তা হতাম, তাহলে হয়তো আমরা তাদের মতো যোগ্য নেতৃত্ব আবার পেতে পারতাম।

কিন্তু সেই গভীর চিন্তা ও উপলব্ধির অভাব আমাদের জাতীয় রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্য, উদ্দেশ্য ও সম্ভাবনার অনেক কিছুই আমাদের বেহাত হয়ে গেছে। গোটা রাষ্ট্র ও সমাজব্যবস্থায় ভর করেছে নানা অপশক্তি, অপরাজনীতি, অপসংস্কৃতি। এসবের প্রভাব ও কর্তৃত্ব আমাদের রাষ্ট্র ও সমাজজীবনকে ৫০ বছরে বিপন্ন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন