কীভাবে পোষা প্রাণীর জীবন বাঁচাচ্ছে এআই?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৮:৫০
পোষা প্রাণী যাদের বাসায় আছে, তাদের কাছে প্রাণীটি তাদের সন্তানের মতোই। আর যাদের জগত তৈরি হয় পোষা প্রাণীদের ঘিরে, এর ব্যতিক্রম নন অ্যান্থিয়া স্লেড।
ইংল্যান্ডের ‘রয়স্টন ভেটেরিনারি সেন্টার’-এর ওয়েটিং রুমে সাত বছর বয়সী বেড়াল ‘ব্লসম’কে আঁকড়ে ধরে স্লেড বলেন, “ও আমার দুনিয়া।”
ক্যান্সারে নিজের পোষা প্রাণীকে হারানোর দ্বারপ্রান্তে এসে শ্লেড বুঝতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বেড়ালটিকে বাঁচাতে বড় ভূমিকা পালন করেছে।