সৈকতে ‘মানুষের হাত’ পড়ে থাকতে দেখে আতঙ্কিত দর্শনার্থীরা, অতপর...
আপনি যদি দেখেন একটি মানুষের হাত কিংবা পা সৈকতে পড়ে আছে, কী করবেন? নিশ্চিতভাবেই পুলিশে খবর দেবেন। সাউথ ওয়েলসের গোওয়ার উপদ্বীপের সাংগেনিস সৈকতের দর্শনার্থীরাও তাই করেছিলেন। অবশ্য পুলিশ আসার পর দেখা গেল যা মনে হয়েছিল বিষয়টি আসলে তা নয়।
সাউথ ওয়েলস পুলিশ ফেসবুকে জানায়, গওয়ারের রসেলে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। ওই সময়ই সাংগেনিস সৈকতের থেকে কোস্ট গার্ডদের জরুরি ফোন আসে। তাতে জানানো হয় সোয়ানসির কাছে অবস্থিত সৈকতটিতে মানুষের পা কিংবা হাতের মতো কিছু একটার খোঁজ মিলেছে।
পুলিশ জানায় যে এলাকা থেকে খবর এসেছে সেখানে মৃত সিলসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর শরীরের অংশ ভেসে আসার ঘটনা ঘটে। তবে সাধারণ মানুষের জন্য মানুষ এবং সিলের হাড়ের মধ্যে পার্থক্য করা মুশকিল। কারণ মানুষের মতো সিলদের ‘হাত-পায়ে’ (ফ্লিপার) পাঁচটি করে আঙুল থাকে।
- ট্যাগ:
- জটিল
- সমুদ্র সৈকত
- বিচিত্র ঘটনা