কাঁদতে কাঁদতে কেন মাঠ ছাড়তে হলো ব্রাজিলের মার্তাকে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৩:৪৩

খেলার মাঠে খেলোয়াড়দের কান্নাকাটির ঘটনা যে নতুন কিছু নয়। বড় মঞ্চে তারকাদের কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায় প্রায়ই। প্যারিস অলিম্পিকে এবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মার্তা ভিয়েইরা দা সিলভা।   


মার্তার কান্নার ঘটনা ঘটেছে গত রাতে বোর্দোতে স্পেনের বিপক্ষে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লাল কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। বক্সের বাইরে নিচু হয়ে হেড করতে যান স্পেনের ডিফেন্ডার ওলগা কার্মোনা। বল ক্লিয়ার করতে গিয়ে কারমোনাকে বুট দিয়ে বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মার্তা। আঘাত পেয়ে কারমোনা মাঠে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে মার্তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্তে রাগান্বিত হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি মার্তা। বিপরীতে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও