পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করুন: বাসিত আলি
সামনে তিনটি বড় টুর্নামেন্ট ঘিরে চাপে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি বলেছেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ভারতকে এশিয়া কাপ অন্য কোথাও সরিয়ে নেওয়ারও পরামর্শ দেন তিনি।
আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এর পর ভারতে আছে এশিয়া কাপ। পরের বছর ২০২৬ সালে যৌথভাবে শ্রীলংকার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে ভারত।
এর আগে ২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজন করা হয় শ্রীলংকায়। আরও একটি হাইব্রিড মডেলের ভাবনা জয় শাহর মাথায় বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তিনি বলেন, ‘জয় শাহ জানেন— ভারত সরকার চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না।