থানা থেকে আদালত: শিশু আইনের লঙ্ঘন সর্বত্র

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১২:১২

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় রাজধানীর যাত্রাবাড়ীতে গত ১৯ জুলাই নিহত হন পুলিশ সদস্য গিয়াস উদ্দিন। এ ঘটনায় দায়ের করা মামলায় এক কিশোরকে আটক করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতও পুলিশের আবেদন মঞ্জুর করে ওই কিশোরকে ৭ দিনের রিমান্ডে পাঠান। শুধু তা-ই নয়, রিমান্ড শুনানির সময় অন্যান্য আসামির সঙ্গে তাকেও হাতকড়া পরিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে পরদিন রিমান্ড বাতিল করে ওই শিশুকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।


রিমান্ডে পাঠানো ওই কিশোরের প্রকৃত বয়স ১৭ বছর ৩ মাস। শিশু আইন, ২০১৩ অনুযায়ী সে একজন শিশু। তাকে আটক থেকে শুরু করে আদালতে হাজির করা পর্যন্ত কোনো ক্ষেত্রে আইন মানা হয়নি। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ালে রাষ্ট্রপক্ষ থেকেও বলা হয়েছে, শিশুটিকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা উচিত হয়নি। ভুল হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও