You have reached your daily news limit

Please log in to continue


মঙ্গল ও চাঁদে গুহার খোঁজ সহজ করবে ক্ষুদে রোবট ‘রিচবট’

ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে গুহা ও লাভার বিভিন্ন সুরঙ্গ খুঁজে পাওয়ার বিষয়টিকে আরও সহজ করবে নাসার ক্ষুদে রোবট রিচবট।

‘সায়েন্স রোবোটিক্স’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র গবেষকদের একটি দল ‘রিচবট’ নামের এক অভিনব ক্ষুদে রোবোটের নানা সম্ভাবনাময় ব্যবহার খতিয়ে দেখেছেন।

যেখানে ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে থাকা গভীর গুহা ও লাভার বিভিন্ন সুরঙ্গ খুঁজে পেতে রিচবট রোবটের বিশেষ ধরনের যান্ত্রিক নকশা ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট ইউনিভার্স টুডে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন