You have reached your daily news limit

Please log in to continue


আমি হারিনি, শিখছি’, অলিম্পিক থেকে বাদ পড়ে সাগর

প্যারিস গেট পার হলেই অলিম্পিকে আরচ্যারির ইনভেলিডস ভেন্যু। জনপ্রিয়তা ও আকর্ষণের তালিকায় আরচ্যারি উপমহাদেশে অনেকটা পিছিয়ে থাকলেও অলিম্পিকে নেই। তীব্র গরমে গ্যালারী প্রায় পরিপূর্ণ।

ফুটবল, হকির মতো দর্শকদের গ্যালারীতে বেশিক্ষণ থাকতে হয় না আরচ্যারি উপভোগ করতে। ব্যক্তিগত ইভেন্ট নক আউট স্টেজের খেলার সর্বোচ্চ দৈর্ঘ্য ১৫-২০ মিনিট। প্যারিস অলিম্পিকে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ১/৩২ পর্যায়ে বাংলাদেশি আরচ্যার সাগর ইসলাম সরাসরি প্রথম তিন সেটেই হারায় মাত্র দশ মিনিটের মধ্যেই শেষ খেলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন