You have reached your daily news limit

Please log in to continue


ভারতের ৪ রাজ্য বিধানসভা নির্বাচনে কোমর কষে নামার বার্তা দিলেন সোনিয়া

চলতি বছরের শেষে ভারতের চার রাজ্যের বিধানসভা ভোটে ক্ষমতা দখলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে কংগ্রেস। আজ বুধবার সকালে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে দলীয় সদস্যদের একজোট হয়ে কোমর কষে নামার বার্তা দিলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, লোকসভা ভোটে সাফল্য এসেছে ঠিকই, কিন্তু সে জন্য তুষ্ট হলে চলবে না। অতিমাত্রায় আস্থাবান হওয়াও নয়। জয়ের লক্ষ্যে আমাদের সবাইকে একজোট হয়ে ঝাঁপাতে হবে।

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন তাঁর ভাষণে বলেন, ‘কয়েক মাসের মধ্যেই চার রাজ্যের ভোট। লোকসভা ভোটের সাফল্য ধরে রাখতে পারলে আমাদের জয় অবশ্যম্ভাবী। লোকসভার ভোট আমাদের একটা গতি দিয়েছে। মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। সেই গতি ধরে রাখতে হবে। সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষের মোকাবিলায় নামতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন