You have reached your daily news limit

Please log in to continue


কানাডায় জ্বলে উঠলেন সাকিব

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে বিপাকে সাকিব আল হাসান। আমেরিকার মেজর লিগেও (এমএলসি) রানখরায় ভুগতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। কানাডা লিগেও সেই ধারাবাহিকতা ছিল। তবে বল হাতে তিনি মোটামুটি পারফর্ম করছেন। গতকাল (মঙ্গলবার) টরেন্টো ন্যাশনালসের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৩০ রান, উইকেট পেয়েছেন ১টি। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে নীরব থাকায় ম্যাচ শেষে এক দর্শকের তোপের মুখে পড়তে হয় সাকিবকে।

অলরাউন্ড পারফর্ম করার দিনে সাকিবের দলও জিতেছে ২ রানে। বাংলা টাইগার্সের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬৬ রানেই থেমেছে টরেন্টো ন্যাশনালস। আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ৩১ রান, নিয়েছেন ১ উইকেট। প্রথম দুই ম্যাচেও অবশ্য এই টাইগার পেসার দুর্দান্ত বোলিং করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন