নরসিংদী কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

বিডি নিউজ ২৪ নরসিংদী সদর প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১৩:৪৯

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বরত ৬৮ জন কারারক্ষীর সবাইকে বরখাস্ত করা হয়েছে।


নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।


তিনি বলেন, জেলা কারাগারে মোট ৭৬ জন কারারক্ষী রয়েছেন। ঘটনার দিন আটজন ছুটিতে ছিলেন। যারা দায়িত্বে ছিলেন, সেই ৬৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা চালায়।


তারা কারাগারের বিভিন্ন অংশে অগ্নিসংযোগ করে এবং ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে দেয়। সেই সুযোগে কারাগারে থাকা নয় জঙ্গিসহ মোট ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। যেসব কয়েদি জেল ছেড়ে পালাতে চাননি, তাদের মারধরও করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও