ঢাকার ৩ হাসপাতালে ‘লাশের গতি’ অস্বাভাবিক

www.ajkerpatrika.com ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৯:৪৯

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় রাজধানীতে নিহতদের মধ্যে ১০৯ জনের মরদেহের ময়নাতদন্ত হয়েছে তিনটি মেডিকেল কলেজের মর্গে। এগুলোর মধ্যে শুধু ঢাকা মেডিকেলেই সাত দিনে ৯৪টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। সুরতহাল থেকে ময়নাতদন্ত ও লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দ্রুতগতিতে। বেওয়ারিশ ঘোষণার ক্ষেত্রেও পর্যাপ্ত সময় নেওয়া হয়নি।


পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আন্দোলনকারীদের মর্গে হামলা ও লাশ ছিনিয়ে নেওয়ার কারণে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ বাধাগ্রস্ত হয়েছে।


সরকারি তথ্য অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন। তবে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, নিহতের সংখ্যা ২৬৬ জন। আর গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা ২১১ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও