শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (৩১ জুলাই) দেশের সব অফিস-আদালত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজপথে এই কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে মাসউদ বলেন, পুরো দেশে আজ বিরাজ করছে ভয়, সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালিয়েছে বর্বর গণহত্যা। রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে। শিক্ষার্থীদের শরীর থেকে ঝরিয়েছে তাজা রক্ত। পুরো বাংলাদেশের রাজপথগুলো আজ আমাদের ভাই-বোনদের রক্তে রঞ্জিত। কি অপরাধ ছিল এই শিক্ষার্থীদের? স্বাধীন দেশে নিজের অধিকার চাইতে কেন রক্ত দিতে হবে?