বায়ুশক্তিতে চলবে বিশাল কার্গো জাহাজ
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ২০:৪৯
শত শত বছর ধরে বাতাসের শক্তিতে পালচালিত বিশাল বিশাল নৌকায় পণ্য বহন করা হতো। বিশাল পাল উঁচু মাস্তুলের ওপর প্রসারিত করে শত শত বছর আগে পৃথিবীর বিভিন্ন মহাসাগরে বণিকেরা জাহাজে পণ্য পরিবহন যুগের সূচনা করেন। শিল্পবিপ্লবের ধাক্কায় স্টিম ইঞ্জিন বদলে দেয় সমুদ্রে পণ্য পরিবহনের চিত্র। এখন প্রায় সব মালবাহী জাহাজ ডিজেলচালিত।
এতে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের মাত্রা বাড়ছে। সেই সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিয়ামির কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানীরা বাতাসের মাধ্যমে আজকের বিশাল ও আধুনিক মালবাহী জাহাজ (কার্গো শিপ) চালাতে নতুন কৌশল উদ্ভাবন করেছেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বায়ু
- শক্তি
- কার্গো জাহাজ