তুরস্কের রাস্তা কুকুরমুক্ত করতে আইন পাস
যুগান্তর
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১৯:৫৬
দেশের প্রায় ৪০ লাখ বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠাতে আইন পাস করেছে তুরস্ক। আজ মঙ্গলবার দেশটির সংসদে অনুমোদিত আইনে বলা হয়েছে, দেশের সব বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে।
এই আইনের ফলে রাস্তায় থাকা কুকুরগুলোকে আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে নগর কর্তৃপক্ষকে। যদি কোনো কুকুর হিংস্র আচরণ করে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তবে সেটিকে মেরে ফেলা হবে।