আইফোনে ৮০ শতাংশের পর আর চার্জ না হলে করণীয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১৭:০৬
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আইফোন শখের ডিভাইস। তবে আইফোন কিছুদিন পর ব্যবহারের পর নানান সমস্যা দেখা দেয়। যেমন অনেকের আইফোনে ৮০ শতাংশ চার্জ হওয়ার পর আর চার্জ হয় না। আইফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যাওয়ার পর তাতে লেখা থাকে, ‘ব্যাটারি চার্জিং অন হোল্ড’।
অনেকেই জানেন, এটি হিটের কারণে ঘটে। ব্যাটারি খুব গরম হয়ে গেলে, চার্জিং বন্ধ হয়ে যায়। তবে আমাদের জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে, এটি শুধু অতিরিক্ত গরমের কারণে ঘটে না। আরও অনেক কারণ থাকতে পারে যার কারণে চার্জিং ৮০ শতাংশ এর পরে বন্ধ হয়ে যায়।