উপস্থাপনায় মানুষের প্রতিনিধিত্ব করতে চান দীপ্তি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১৬:২১
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ওপর বারবার মেজাজ হারান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরে দারুণভাবে সামলে নেন দীপ্তি। পর্বটি প্রচারের পর থেকে আলোচনায় দীপ্তির উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গি। অনুষ্ঠানের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপ্তিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। সেই ছবিতে গালে হাত দিয়ে মুচকি হাসতে দেখা যাচ্ছে দীপ্তিকে।
দীপ্তি বলেন, ‘সবার মতো আমারও প্রশংসা পেয়ে ভালো লাগছে। প্রতিটি অনুষ্ঠানে যা করি, সেদিনও তা-ই করেছি। অতিথিদের সম্মানের সঙ্গে সেই প্রশ্নটাই করার চেষ্টা করি, যার উত্তর আমার দর্শক শুনতে চান। কারণ, এই অনুষ্ঠানে আমি দর্শকের হয়ে প্রশ্ন করি।’
- ট্যাগ:
- বিনোদন
- উপস্থাপনা
- টকশো
- দীপ্তি চৌধুরী