শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আমানত কমছে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১৬:১৫
দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে আয়-ব্যয় প্রায় সমান। এতে মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। অন্যদিকে প্রতি মাসে ব্যয় বাড়ছে শিক্ষাখাতেও। আর এসবের প্রভাব পড়েছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে। চলতি বছরের মে মাসে কমেছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে জমানো টাকা। অন্যদিকে আমানতের পরিমাণ কমলেও ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে আলোচিত সময়ে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছরের এপ্রিল মাস শেষে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ২ হাজার ১৪৯ কোটি ৮৮ লাখ টাকা। পরের মাস মে’তে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১২৭ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে আমানতের পরিমাণ কমেছে ২২ কোটি ৬ লাখ টাকা।