বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই নানা ধরনের ফুড ভিডিয়ো চোখে পড়ে। দেশ বিদেশের ফুড ভ্লগারদের ভিডিয়ো দেখে আমরা নিত্য নতুন খাবার, রেস্তরাঁর সন্ধান পাই। অনেক খাবারের ইতিহাস সম্বন্ধেও জানতে পারি। এদিকে এমন কিছু ভিডিয়োও আছে যেখানে অদ্ভুত সব খাবারের ছবি তুলে ধরা হয়।
দেখা যায় নিম পাতার পুর ভরা পরোটাও।