অলিম্পিকে অংশ নেওয়া নারী অ্যাথলেটসদের যৌন আবেদনময় ছবি তোলা যাবে না। একদিন আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এমন নির্দেশনা জারি করেছে। পরদিনই নারী সাঁতারুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফাঁসলেন ধারাভাষ্যকার বব ব্যালার্ড। যার জেরে তাকে ইউরোস্পোর্ট থেকে অপসারণ করা হয়েছে।
অলিম্পিক গেমসের বব ব্যালার্ড নামের এই ধারাভাষ্যকার অবশ্য ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘কাউকে ছোট করার কোনো ইচ্ছা আমার ছিল না।’