হরিরামপুরে ট্যানারির বর্জ্য পোড়ানোর ধোঁয়া ও গন্ধে নাকাল এলাকাবাসী
মানিকগঞ্জের হরিরামপুরে ট্যানারির বর্জ্য উচ্ছিষ্ট পশুর চামড়া পুড়িয়ে কয়েলের কাঁচামাল তৈরি করা হচ্ছে। এর ধোঁয়া ও দুর্গন্ধে নাকাল এলাকাবাসী। একই সঙ্গে এটি স্বাস্থ্যঝুঁকিতেও ফেলছে তাঁদের। উপজেলার ধূলসুড়া ইউনিয়নের আইলকুণ্ডি গ্রামের ফসলি জমিতে গড়ে উঠেছে কয়েলে ব্যবহৃত কাঁচামাল তৈরির এ উন্মুক্ত কারখানা।
সরেজমিনে ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা ১০ জন শ্রমিক প্রায় দুই মাস ধরে কাজ করছেন কারখানাটিতে। তবে এর মালিকের নাম তাঁরা জানেন না। শ্রমিকেরা জানান, বলড়া ইউনিয়নের কোকরহাটি এলাকার লোকমান হোসেন কারখানাটির যাবতীয় তদারকির দায়িত্বে আছেন। তিনি বলড়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য ছবুরা বেগমের স্বামী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বর্জ্য অপসারণ
- ট্যানারি