দিন আর চলে না, কাজে ফিরতে চান প্রোডাকশন কর্মীরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ১৩:০১

বিজ্ঞাপন, নাটক, সিনেমা বা সিরিজ নির্মাণের শুটিং সেটে একটু পর পর শোনা যায়, 'প্রোডাকশন, প্রোডাকশন'। কারো পানি লাগবে, কারো বা চা-খাবার। কেউ হয় বসার জন্য চেয়ার খুঁজছেন বা প্রয়োজন হয়েছে ফ্যান। অথবা শুটিংয়ের জন্য কোনো একটি জিনিস দ্রুত কিনে আনতে হবে, সেখানেও ভরসা প্রোডাকশন টিম।


অর্থাৎ শুটিং সেটের ‘জুতো সেলাই থেকে চণ্ডিপাঠের’ দায়িত্ব থাকে প্রোডাকশন ম্যানেজারদের ওপরে। তিনি তার কর্মীদের দিয়ে এসব কাজ সামলান, যারা ‘প্রোডাকশন বয়’ নামে পরিচিত।


শিল্পী ও নির্মাতারা ছাড়াও, শুটিং ইউনিটের লাইটম্যান, ক্যামেরা ক্রু, এডি, আর্ট, সাউন্ডসহ প্রায় সব বিভাগের ৩০ থেকে ৪০ জন মানুষের সব ধরনের প্রয়োজন সামলানোর দায়িত্ব তাদের কাঁধেই থাকে। কিন্তু এই সব মানুষদের তুমুল ব্যস্ততায় ভাটা পড়েছিল দিন কয়েক আগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও