টাকা ছাপানো ও ডলার বিক্রির কারণে লক্ষ্যচ্যুত মুদ্রানীতি

প্রথম আলো প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ১২:৫৩

বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তিতে রাখা। কিন্তু ১৫ মাস ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। এ জন্য মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিসহ বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করেছে বাংলাদেশ ব্যাংক। গত জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক জুন নাগাদ যেসব লক্ষ্য নির্ধারণ করেছিল, তার মধ্যে অনেকগুলোই অর্জন সম্ভব হয়েছে। তবে লক্ষ্যের চেয়ে অস্বাভাবিক বেশি টাকা ছাপানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে প্রায় লক্ষ্যচ্যুত হয়ে পড়েছে মুদ্রানীতি। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। দেশে উচ্চ মূল্যস্ফীতির জন্য অতিরিক্ত টাকা ছাপানোকে দায়ী করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।


জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে গত জুনের মধ্যে প্রকৃত বৈদেশিক সম্পদ ২ দশমিক ৪ শতাংশ ঋণাত্মক হবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু জুনের শেষে তা ১৭ শতাংশ ঋণাত্মক হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রিজার্ভ থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে ডলার বিক্রি করায় এই পরিস্থিতি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও