সিটি করপোরেশন নির্বাচনে জামানত ও ব্যয়সীমা বাড়ছে
উপজেলা পরিষদের মতো স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা সংশোধনের কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি। প্রস্তাবিত খসড়া বিধিমালায় সিটি করপোরেশনের মেয়রদের জামানত ২ লাখ আর নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৭৫ লাখ টাকা; সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের জামানত ১ লাখ টাকা এবং সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়াটি কমিশন বৈঠকে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। বৈঠকে তোলার পর কমিশন একমত হলে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জানতে চাইলে ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি খসড়া করা হয়েছে। কমিশন না পাস করলে তো সেটি চূড়ান্ত হয় না। খসড়া প্রস্তাবনাটি কমিশনে তোলা হবে।’