গাছের গায়ে সাদা রং দেওয়া হয় কেন?
রাস্তা দিয়ে চলার পথে প্রায় সময়ই দেখা যায় গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ দেওয়া। কিন্তু কখনো কি আমাদের মনে প্রশ্ন জেগেছে কেন গাছের গায়ে সাদা রং করা হয়? প্রকৃতপক্ষে, কোনো একক কারণ নয় বরং গাছের গায়ে সাদা রং করার সঙ্গে বেশকিছু বিষয় জড়িয়ে আছে। আসলে রাস্তার ধারের গাছগুলোতে সাদা রং করার পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। যদিও এই বৈজ্ঞানিক কারণ অনেকেই জানেন না। মূলত গাছগুলোর সুরক্ষার কারণেই সাদা রং করা হয়ে থাকে।
চলুন জেনে নেই কেন গাছে সাদা রং দেওয়া হয়-
সানস্কাল্ড থেকে সুরক্ষা
গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ গাছকে সানস্কাল্ড থেকে মুক্তি দেয়। যখন কোনো গাছ সূর্যের আলোকরশ্মির অতিরিক্ত তাপের মধ্যে থাকে, তখন অনেক সময় গাছের বাকল খসে পড়ে। সূর্যের অতিরিক্ত তাপদাহের ফলে গাছের বহিরাবরণ ক্ষতিগ্রস্থ হওয়ার এই ঘটনাকেই সানস্কাল্ড বলে। গাছের বাকল ছাড়াও অন্যান্য অঙ্গ যেমন: পাতা, ফল ইত্যাদিও সানস্কাল্ডের শিকার হতে পারে।
ক্ষতিকর পোকামাকড় থেকে সুরক্ষা
গাছের গায়ে সাদা রংয়ের জন্য হরহামেশাই চুন ব্যবহার করা হয়। তবে, শুধুমাত্র সাদা বর্ণের কারণেই গাছের গায়ে চুন ব্যবহৃত হয় না। চুনের রয়েছে আরও উপকারী গুণ।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র তথ্য