জিম্বাবুয়েকে ‘ট্যুরিং ফি’ দিয়ে আইসিসিকে বার্তা দিল ইংল্যান্ড
যুগান্তর
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ১৬:০৮
আইসিসির আর্থিক লভ্যাংশ বণ্টন নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। কেননা এতে করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বোর্ডই বেশি লাভবান হয়। অন্যদিকে জিম্বাবুয়েসহ ছোট সারির দলগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তী সময়ে প্রভাব ফেলে দেশটির ক্রিকেট কাঠামোতেও। এটি আরও স্পষ্ট হয় ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকালে। একসময়ের অন্যতম শক্তিধর ওয়েস্ট ইন্ডিজ আর্থিকভাবে দুর্বল হওয়ায় যার প্রভাব পড়েছে দেশটির মাঠের ক্রিকেটেও।
এবার আইসিসির এই নীতির বাইরে গিয়ে অনন্য এক নজির গড়তে যাচ্ছে ইংল্যান্ড। আসন্ন গ্রীষ্মে জিম্বাবুয়েকে নিজেদের দেশে একটি টেস্টের জন্য আমন্ত্রণ জানিয়েছে তারা। সেই সঙ্গে জানিয়েছে, জিম্বাবুয়ের ট্যুর ব্যয় বহন করবে তারা। অর্থাৎ ইংল্যান্ডে আসতে জিম্বাবুয়ের কোনো খরচই হবে না। আর সেটি হলে ২২ বছর পর ইংল্যান্ডে এক ঐতিহাসিক সফর হতে যাচ্ছে জিম্বাবুয়ের।
- ট্যাগ:
- খেলা
- বার্তা
- জিম্বাবুয়ে
- ইংল্যান্ড
- আইসিসি