বিপণিবিতান খুললেও বিক্রি কম, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
কারফিউ জারির প্রথম চার দিন বন্ধ থাকার পর গত বুধবার থেকে রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান খুলতে শুরু করে। সকাল থেকে বিকেল পর্যন্ত কারফিউ শিথিল থাকার সময় এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম। ক্রেতা না থাকায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বউনি পর্যন্ত করতে পারছে না। ফলে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
রাজধানীর কয়েকটি বিপণিবিতানের কয়েকজন ব্যবসায়ী জানান, তিন দিন ধরে দিনের একটি লম্বা সময় কারফিউ শিথিল থাকলেও প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সড়কে গণপরিবহনও স্বাভাবিক সময়ের চেয়ে কম। ফলে ক্রেতা উপস্থিতি ও বেচাবিক্রি দুটোই কম। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির কারণে ১০–১২ দিন ধরে ব্যবসা-বাণিজ্য হচ্ছে না। তাতে মাস শেষে অনেকের দোকানের ভাড়া ও কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হবে।